আচ্ছা এই যে আমাদের সমাজে এত এত কিছু হয়, আমরা কি জানি এসব এর পিছনে আসল ঘটনা?
politics! power! conflict! men! women! education! economy! inequality! religion! সবকিছুর পিছনে মূল কলকাঠি কে নাড়ে?
মানুষ এর মাঝে সম্পর্ক গুলো আসলে কেমন? আমাদের প্রেম! সম্পর্ক! সুখ! বেদনা! এসব ইন্টারেস্ট ব্যাপার সহ সমাজের সব খুঁটিনাটি নিয়ে বিশ্লেষণ মূলক স্টাডি করা হচ্ছে সমাজবিজ্ঞান এর মূল কাজ।
অসম্ভব ইন্টারেস্টিং এই ডিপার্টমেন্ট এর ক্লাস হয় সামাজিক বিজ্ঞান অনুষদের ৫ তলায় । পুরো একটা ফ্লোর নিয়ে আমাদের ঘাটি যেখানে নিজস্ব কম্পিউটার ল্যাব , সেমিনার লাইব্রেরি , অধ্যাপক নাজমুল করিম সংগ্রহশালা’র মত চমৎকার কিছু আছে।
আর যদি তুমি জীবনে ঝুঁকি নিতে চাও যেটা তোমার জীবনে নতুন মাত্রা যোগ করবে , যদি নতুন স্বপ্ন দেখার ইচ্ছা থাকে , নিজেকে পৃথিবীর সামনে নতুনভাবে উন্মোচন করতে চাও তবে সমাজবিজ্ঞান অপেক্ষা করছে তোমার মতন নব্য সমাজবিজ্ঞানীর জন্য ।
প্রায় ৬০ বছরের পুরোনো সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যতম প্রধান এই বিভাগ জন্ম দিয়েছে অনেক প্রিয় এবং পরিচিত মুখকে ।
বাংলাদেশের উচ্চ পর্যায় থেকে শুরু যেকোন পর্যায়েই বা সেক্টরেই যাওনা কেন সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র’দের অবশ্যই কোথাও না কোথাও পাবে ।
এই বিভাগের গুণীজনদের নাম উল্লেখ করে শেষ করা যাবেনা ।
ভালো দিক
ডিপার্টমেন্টে এমন কিছু শিক্ষক পাবে যাদের ছাত্র হয়ে এক সময় গর্বিত অনুভব করবে । তোমার অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে যারা এখান থেকে একটা সময় তোমার জীবনের অংশ হয়ে উঠবে ।
তুমি রিসার্চ সেক্টর বলো , ডেভেলপমেন্ট সেক্টর বলো , সরকারি দপ্তর বা ভবিষ্যতের যেকোনো নতুন কর্মক্ষেত্রের কথাই বলো সবখানেই রয়েছে সমাজবিজ্ঞানীদের চাহিদা ।
তুমি যদি চিন্তা করো বিভাগ তোমাকে সব করে দিবে , তাহলে ভুল তুমি ।বিভাগের একটা অংশ , যাদের সিজিপিএ ৩.৫০ এর উপরে তারা চলে যায় শিক্ষকতা পেশায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিছু সংখ্যক শিক্ষার্থী ঠিকানা হয় ICDDRB , BRAC সহ উন্নয়নমূলক সেক্টরে ।
একটা অংশ যায় সাংস্কৃতিক দিকে, এবং ক্রিয়েটিভ কাজে । আত্মকর্মী বা উদ্যোক্তাও আছেন অনেকে । আর বাকি অংশ নিতে থাকেন সরকারী দপ্তরগুলোর চাকরীর প্রস্তুতি ।
এই বিভাগে নিজেকে নিজেরই তৈরি করে নিতে হবে । বিভাগ সর্বোচ্চ তোমাকে রাস্তাটা দেখিয়ে দিবে । হাঁটতে হবে তোমাকেই । তবে বিশ্বাস করো !
Admitting into this department is a magical journey ! It can be ; that you have to face disappointment a several amount of times ! But at the end of the day , you’ll be in the gainer side .
খারাপ দিক:
অনেক ছাত্র এই ডিপার্টমেন্টে । প্রতি ব্যাচে ২০০+ । এজন্যই প্রথমদিকে খাপ খাওয়াতে একটু সমস্যা হয়। পড়াশোনা র পদ্ধতি বুঝতে সমস্যা হবে প্রথমদিকে কিছুটা ।
তবে সিনিয়র এবং শিক্ষকেরা অনেক সহযোগিতা পরায়ন । তোমার সবধরনের সমস্যা খুলে বলবে শিক্ষকদের , তারা সহযোগিতা করবেন সর্বোচ্চটা তোমাদের ।
সিজিপিএ :
সত্যি কথা বলতে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রদের সবচেয়ে ফ্রাস্ট্রেশনের বিষয় সিজিপিএ । যদিও পড়াশোনা এবং সিজিপিএ নিজের কাছে ।
কিন্তু যদি কেউ ভেবে থাকো , হেলায় খেলায় সিজিপি আকশে নিয়ে যাবে এই তাহলে ১ম বর্ষের ৭-৮ মাস পরেই সিজিরোগে আক্রান্ত হবে যার স্থায়িত্বকাল ৪ বছর এবং ভবিষ্যতেও ।
কম সিজিপিএ নিয়ে এই বিভাগের প্রত্যেক ব্যাচের অর্ধেকের বেশি শিক্ষার্থীর আক্ষেপের শেষ নেই । সুতরাং, এই বিভাগের সিজিপিএ যদি ভালো রাখতে চাও ১ম দিন থেকেই পড়াশোনা করতে হবে ।
শুভকামনা তোমাদের জন্য ।
দেবজ্যোতি সৌম্য, তাহমিদ, শাওন এবং অন্যান্য।
ছবিঃ Tahsinul Haque