উপকূলীয় অক্সফোর্ড হিসেবে খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU- নোবিপ্রবি) ২০০৬ সালের ২৩ জুন নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

এটি বাংলাদেশের ২৭তম পাবলিক এবং ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাত্র ৪ টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ১০১ একরের উপর স্থাপিত এ বিশ্ববিদ্যালয়টি। এরপর পেরিয়ে গেছে ১৩ টি বছর। এই ১৩ বছরে বেড়েছে ডিপার্টমেন্ট, শিক্ষার্থী এবং শিক্ষক সংখ্যা। বর্তমানে ৩০ টি বিভাগে অধ্যয়নরত আছেন ৭ হাজারের অধিক শিক্ষার্থী। প্রতি বছর উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষা অর্জনের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে হাজারো মেধাবী শিক্ষার্থী।

এইবারও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবে হাজারো মেধাবী শিক্ষার্থী। এই বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ৬টি ইউনিটের অধীন ৩০ টি বিভাগে ভর্তির জন্য ১৩৫৫টি আসনের বিপরীতে অনলাইনে ৬৮৭৪৩ টি আবেদন জমা পড়েছে। সে অনুযায়ী এ বছর প্রতিটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। এসএসসিতে প্রাপ্ত জিপিএ-কে ৮ দ্বারা এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ-কে ১২ দ্বারা গুণ করে প্রাপ্ত মোট নম্বরের সাথে ভর্তি পরীক্ষায় ১০০ নাম্বারের মধ্যে প্রাপ্ত নম্বরকে যোগ করে মেধাক্রম প্রকাশ করা হবে।

‘এ’ ইউনিট: মোট ২৮৮ টি আসনের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিয়ারিং ৪৬টি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪৬টি, অ্যাপ্লায়েড ম্যাথম্যাটিকস ৪৬টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিয়ারিং ৪৬টি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ২৭টি, পরিসংখ্যান ৪৫টি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ৩২টি আসন রয়েছে।

২৮৮ টি আসনের জন্য আবেদন করেছে ২০৩০৪ জন এবং প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৭০ জন। ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি, পদার্থ, রসায়ন, জীব এবং গনিত এই ৫ সাবজেক্ট থেকে ২৫ টি করে মোট ১২৫ টি প্রশ্ন থাকবে। পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, জীববিজ্ঞান/ বাংলা ও ইংরেজি থেকে উত্তর দিতে হবে। আগামী ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিট: মোট ১৬২টি আসনের মধ্যে ফার্মেসিতে ৪৬টি ,মাইক্রোবায়োলজিতে ৪২টি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৩৭টি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে ৩৭টি আসন রয়েছে। মোট আবেদন করেছ ১৭৫৩২ জন এবং প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০৮ জন। ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত থেকে প্রতি বিষয়ে ২৫ টি করে মোট ১২৫ টি প্রশ্ন থাকবে এবং পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, গণিত/ বাংলা ও ইংরেজি থেকে উত্তর করতে হবে। আগামী ১ নভেম্বর বিকেল ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘সি’ ইউনিট: মোট ২২৪ টি আসনের মধ্যে ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্সে ৪৬ টি, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে ২৭টি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে ৪১ টি, এগ্রিকালচার ৪৬ টি, ওশোনোগ্রাফি ৩৭টি এবং জুলজিতে ২৭টি আসন রয়েছে। মোট আবেদন করেছে ৮২৪৮ জন এবং প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৬ জন। ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত থেকে প্রতি বিষয়ে ২৫ টি করে সর্বমোট ১২৫ টি প্রশ্ন থাকবে এবং জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত/ বাংলা ও ইংরেজি থেকে উত্তর করতে হবে। আগামী ২ নভেম্বর সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘ডি’ ইউনিট: মোট ৬টি অনুষদের অধীন মোট ৩৫৮টি আসনের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন অর্থনীতিতে মোট ৫০ টি (বিজ্ঞান ৪৫টি + ব্যবসায় শিক্ষা ৫ টি), বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজে ২৪ টি (১৯ বিজ্ঞান ১৯ টি + ব্যবসায় শিক্ষাতে ৫টি), ইংরেজিতে ২৮ টি ( বিজ্ঞান ১৯ টি + ব্যবসায় শিক্ষা ৯ টি), বাংলায় ২৩ টি ( বিজ্ঞান ১৯ টি+ ব্যবসায় শিক্ষা ৪ টি), সমাজবিজ্ঞানে ২৫ টি ( বিজ্ঞান ২১টি+ব্যবসায় শিক্ষা ৪ টি) এবং সমাজকর্মে ২৮ টি ( বিজ্ঞান ২৪ টি + ব্যবসায় শিক্ষা ৪ টি)। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ব্যবসায় প্রশাসনে ১২ টি ( বিজ্ঞান ৮টি + মানবিক ৪ টি), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ১৭ টি ( বিজ্ঞান ১৩ + মানবিক ৪ টি) এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে ২২ টি (বিজ্ঞান ১৮ টি + মানবিক ৪ টি)। শিক্ষা বিজ্ঞান অনুষদের অধীন শিক্ষা বিভাগে ৩৫ টি (বিজ্ঞান ৩০ টি+ ব্যবসায় শিক্ষা ৫ টি) এবং শিক্ষা প্রশাসনে ২৩ টি ( বিজ্ঞান ১৮ টি + ব্যবসায় শিক্ষা ৫ টি)।

আইন অনুষদের অধীন আইন বিভাগে ৩৩ টি (বিজ্ঞান ১৭ টি + ব্যবসায় শিক্ষা ১৬ টি)। আইআইএস এর অধীনে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে ৩৩ টি (বিজ্ঞান ২৭ টি + ব্যবসায় শিক্ষা ৬ টি) এবং বিজ্ঞান অনুষদের অধীন পরিসংখ্যান বিভাগে ৫ টি (মানবিক ৩ টি + ব্যবসায় শিক্ষা ২ টি) আসন রয়েছে। মোট আবেদন করেছে ১৪২৩২ জন এবং প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪০ জন। ভর্তি পরীক্ষায় বাংলা থেকে ২৫ টি, ইংরেজী থেকে ২৫ টি, সাধারণ জ্ঞানে ৫০ ( বাংলাদেশ ২৫ + আন্তর্জাতিক ২৫) টি মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং সব বিষয়ে উত্তর করতে হবে। আগামী ২ নভেম্বর দুপুর সাড়ে ১২ টা থেকে ১.৩০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘ই’ ইউনিট: মোট ১৫৩ টি আসনের মধ্যে অর্থনীতিতে ০৮ টি, বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজে ২১ টি, ইংরেজিতে ১৭ টি, বাংলা ২৩টি, সমাজবিজ্ঞান ২০টি, সমাজকর্ম ১৮টি, শিক্ষা বিভাগ ১০ টি, শিক্ষা প্রশাসন ১৬টি, আইন বিভাগ ১৬ টি এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৪টি আসন রয়েছে। মোট ১৫৩ টি আসনের জন্য অনলাইনে আবেদন করেছে ৪৬৯৯ জন এবং প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩০ জন। ভর্তি পরীক্ষায় বাংলা থেকে ২৫ টি, ইংরেজি থেকে ২৫ টি এবং সাধারণ জ্ঞান থেকে ৫০ টি (বাংলাদেশ ২৫ + আন্তর্জাতিক ২৫) সহ মোট ১০০ মার্কের প্রশ্ন থাকবে। আগামী ২ নভেম্বর বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এফ’ ইউনিট: মোট ১০০ টি আসনের মধ্যে ব্যবসায় প্রশাসন ৫১ টি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ২৭টি এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ২২ টি আসন রয়েছে। এই ইউনিটে মোট আবেদন করেছে ৩৭১৮ জন এবং প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৭ জন। ভর্তি পরীক্ষায় বাংলা থেকে ২০ টি, ইংরেজি থেকে ২০ টি, হিসাব বিজ্ঞান থেকে ২০ টি, ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে ২০ টি, মার্কেটিং থেকে ২০ টি এবং ফিন্যান্স থেকে ২০ টিসহ মোট ১২০ টি প্রশ্ন থাকবে এবং বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, ফিন্যান্স/ ব্যাংকিং থেকে উত্তর করতে হবে। আগামী ২ নভেম্বর বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

NSTU Review