এপলে ইন্টার্ন করবেন নূরসাদুল মামুন
প্রযুক্তিবিশ্বের খ্যাতনামা বহুজাতিক প্রতিষ্ঠানগুলার মধ্যে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান Apple এ অ্যাকোয়াস্টিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপে যোগ দিয়েছেন বাংলাদেশের নাগরিক নূরসাদুল মামুন। তিনি চুয়েটের তড়িৎকৌশল বিভাগের '০৭ ব্যাচের শিক্ষার্থী এবং ইটিই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত আছেন। মামুন বর্তমানে The University of Texas at Dallas তে পিএইচডি রিসার্চ সম্পন্ন করছেন। তার গবেষণার বিষয়বস্তু হল ককলিয়ার ইমপ্ল্যান্ট [...]