যে ওয়েবসাইটগুলো আপনার গবেষণার কাজে হেল্প করতে পারে
1. futurepedia.io
চারদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস এর জয়জয়কার। এতগুলো ওয়েবসাইটের নাম মনে রাখাও আসলে কষ্টকর। তাছাড়া কোনগুলো ফ্রি,কোনগুলো পেইড ;কোনগুলো সবচেয়ে জনপ্রিয়-এগুলোও আসলে আমরা জানি না। এই সমস্যাগুলো সমাধান দেবে এই ওয়েবসাইটটি। এখানে গেলেই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবগুলো টুলস-এর নাম পাবেন। কাস্টমাইজ করে আপনার গবেষণার জন্য প্রয়োজনীয় টুলস বেছে নিতে পারবেন।
2. Elicit
এখানে থাকা ১৭৫ মিলিয়ন রিসার্চ আর্টিকেল ঘেঁটে আপনার যেকোনো প্রশ্নের উত্তর মুহূর্তেই দিয়ে দেবে। লিটারেচার রিভিউ করার করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।এছাড়াও যেকোনো রিসার্চ আর্টিকেল এখানে আপলোড দিলে ; সেই আর্টিকেল সম্পর্কিত নানান প্রশ্নের উত্তর মুহূর্তেই পাওয়া যাবে।এখন পর্যন্ত বলা যায়, মূলত হেলথ এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ডের জন্যই এটা বেশি উপকারী।
3. typeset.io
রিসার্চ পেপার পড়ার সময় অনেক কিছু আমরা বুঝতে পারি না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আপনাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেবে। হয়তো আপনি জানতে চান এই গবেষণা পত্রটির প্র্যাকটিক্যাল কি implication রয়েছে ; এই AI টুলসটি মুহূর্তের মধ্যে আর্টিকেলটি এনালাইসিস করে মুহূর্তের মধ্যে তা জানিয়ে দেবে।
লিটারেচার রিভিউ এর বেসিক কনসেপ্ট যাদের স্ট্রং আছে ; চাইলে এই ওয়েবসাইট ব্যবহার করে খুবই দ্রুত লিটারেচার রিভিউ করতে পারবেন। ব্যবহার করে দেখলাম, অল্প কিছু সাইটেশন বাদে বেশিরভাগই একুরেট রেজাল্ট দিয়েছে।
এছাড়াও এই ওয়েবসাইট দিয়ে আরো নানান কাজ করা যায় ।
4. wosonhj
লেটেস্ট আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল থাকে যেগুলো কোন কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা যায় না। এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের জন্য শেষ ভরসা।
সাইন আপ করবেন এবং প্রতিদিন এই ওয়েবসাইটে জাস্ট একবার করে ভিজিট করবেন। এতে করে আপনি কিছু পয়েন্ট পাবেন ; যেগুলো দিয়ে প্রিমিয়াম আর্টিকেল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। মজার বিষয় হচ্ছে- আপনি হেল্প 4-5 মিনিটের মধ্যেই কেউ না কেউ আর্টিকেলটি পাঠিয়ে দেবে। Science hub Mutual Aid community এর মাধ্যমে যেকোনো রিসার্চ আর্টিকেল ডাউনলোড করা যাবে।
5. Anna’s Archive
Z-library এর বিকল্প ওয়েবসাইট;যেখানে ৮ কোটি রিসার্চ আর্টিকেল, ১ কোটিরও বেশি বই , লাখ লাখ ম্যাগাজিন এবং আরো অন্যান্য ডকুমেন্ট রয়েছে।
6. ChatGPT
ChatGPT একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা তৈরি করেছে OpenAI নামে একটি সংস্থা। ধরুন আপনি যে বিষয়ে গবেষণা করছেন সেই বিষয়ের সাথে সম্পর্কিত ভালো ভালো বইয়ের নাম জানতে চান। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে মুহূর্তেই বইয়ের নাম সাজেস্ট করবে।
এছাড়াও হয়তো জার্নালে আর্টিকেল সাবমিট করবেন ; আপনার একটি নমুনা কভার লেটার দরকার। সেটিও মুহূর্তেই তৈরি করে ফেলতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, গবেষণা আর্টিকেল লিখার ক্ষেত্রে কোন টেক্সট ChatGPT থেকে নেওয়া যাবে না।
এই কোম্পানি সম্প্রতি নতুন একটি টুলস এনেছে যেটি AI Generated text কে identify করতে পারবে। অনেকটা ‘সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়া’।
আপনি যদি AI টুলস ব্যবহার করে আর্টিকেল লিখেন ; তাহলে সেটি Turnitin সফটওয়্যারও ধরে ফেলবে। তাই গবেষণায় যখনই কারো কাছ থেকে তথ্য নেবেন ; অবশ্যই নিয়ম অনুযায়ী রেফারেন্সিং করবেন।
7. Diagram.net, Creatly, Canva, MindMup
অনেক সময় ডায়াগ্রাম বা চিত্র আঁকতে হয় । মাইক্রোসফ্ট ওয়ার্ডে যদিও চিত্র অঙ্কন করা যায় , তবে সেটি সুন্দর হয়না । আপনারা চাইলে Diagram. net, creatly, Canva এই ওয়েবসাইট গুলো থেকে মুহূর্তেই কাঙ্খিত ডায়াগ্রাম তৈরি করে নিতে পারবেন।
8. Researchrabbitapp/Connnectedpaper
যেকোনো রিসার্চ আর্টিকেল এখানে আপলোড দিলে অটোমেটিক সিমিলার লিটারেচার সাজেস্ট করবে এবং সেগুলোর real-time এনালাইসিস পাওয়া যাবে । এছাড়াও প্রত্যেকটা গবেষণায় ব্যবহৃত রেফারেন্সগুলোর সাইটেশন এনালাইসিস etc. ফিচার আছে। আমি লিটারেচার রিভিউ করতে গেলেই এই ওয়েবসাইটগুলো নেড়েচেড়ে দেখি।
9. Consensus
দারুন ওয়েবসাইট। আপনি কোন ‘Research Question’ আপলোড করলে সেটা অনলাইনে থাকা লাখ লাখ রিসার্চ পেপার এনালাইসিস করে সেখান থেকে রেফারেন্সসহ উত্তর দেবে।