BCS-এ অ্যাপ্লাই করার যোগ্যতা, প্রিলি+রিটেন+মৌখিক সিলেবাস ক্যাডারসমূহসহ সব কিছু নিয়ে আজ বিস্তারিত পোস্ট।

আশা করি বিসিএস নিয়ে আপনার মনের সকল প্রশ্নের অবসান হবে।

বিসিএস এ অ্যাপ্লাই করার শিক্ষাগত যোগ্যতা:

এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণি বা সমমান এবং ১ টি তৃতীয় শ্রেণি বা সমমান। এর নিচে হবে না।
তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে।

আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ দের পয়েন্ট কিভাবে হিসেব করা হবে?
SSC এবং HSC এর ক্ষেত্রেঃ
৩.৫ থেকে ৫.০০ =প্রথম শ্রেণি
৩ থেকে ৩.৪৯ =দ্বিতীয় শ্রেণি
২ থেকে ২.৯৯ =তৃতীয় শ্রেণি

অনার্সের ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব =প্রথম শ্রেণি
২.২৫ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণি
১.৬৫ থেকে ৩ এর কম=তৃতীয় শ্রেণি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন।

সর্বমোট— ২০০ নম্বরঃ
১) বাংলাঃ ৩৫
-> ভাষা – ১৫
-> সাহিত্য – ২০

২) ইংরেজিঃ ৩৫
-> ভাষা – ২০
-> সাহিত্য – ১৫

৩) বাংলাদেশ বিষয়াবলিঃ ৩০
-> বাংলাদেশের জাতীয় বিষয়াবলি- ০৬
-> বাংলাদেশের কৃষিজ সম্পদ – ০৩
-> বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারী – ০৩
-> বাংলাদেশের অর্থনীতি – ০৩
-> বাংলাদেশের শিল্প ও বাণিজ্য – ০৩
-> বাংলাদেশের সংবিধান – ০৩
-> বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা- ০৩
-> বাংলাদেশের সরকার ব্যবস্থা – ০৩
-> বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য – ০৩

৪) অান্তর্জাতিক বিষয়াবলিঃ ২০
-> সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ্ – ০৪
-> বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি – ০৪
-> আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্টীয় ক্ষমতা সম্পর্ক – ০৪
-> আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্টনীতি – ০৪
-> আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনীতি – ০৪

৫) ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১০

৬) বিজ্ঞানঃ ১৫
-> ভৌত বিজ্ঞান -০৫
-> জীব বিজ্ঞান – ০৫
-> আধুনিক বিজ্ঞান – ০৫

৭) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ ১৫
-> কম্পিউটার – ১০
-> তথ্যপ্রযুক্তি – ০৫

৮) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ ৩০
গাণিতিক যুক্তিঃ ১৫
-> পাটিগণিত – ০৩
-> বীজগণিত – ০৬
-> জ্যামিতি – ০৩
-> পরিসংখ্যান ও অন্যান্য – ০৩
মানসিক দক্ষতাঃ ১৫

৯) নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনঃ ১০
.
🇧🇩বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা ২৬টি।ক্যাডার গুলো হলঃ

১. বিসিএস(প্রশাসন)
২. বিসিএস (খাদ্য)
৩. বিসিএস (কৃষি)
৪. বিসিএস (বন)
৫. বিসিএস (মৎস্য)

৬. বিসিএস (পশুপালন)
৭. বিসিএস (সাধারণ শিক্ষা)
৮. বিসিএস (কারিগরি শিক্ষা)
৯. বিসিএস (বাণিজ্য)
১০. বিসিএস (পরিসংখ্যান)

১১. বিসিএস (গণপূর্ত)
১২. বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
১৩. বিসিএস (সড়ক ও জনপথ)
১৪. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
১৫. বিসিএস (শুল্ক ও আবগারী)

১৬. বিসিএস (কর)
১৭. বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
১৮. বিসিএস (স্বাস্থ্য)
১৯. বিসিএস (পরিবার পরিকল্পনা)
২০. বিসিএস (তথ্য)

২১. বিসিএস (ডাক)
২২. বিসিএস (পুলিশ)
২৩. বিসিএস (আনসার)
২৪. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৫. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
২৬. বিসিএস (সমবায়)

🇧🇩লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বণ্টন : মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)

(১) সাধারণ ক্যাডারের জন্য :
বিষয় নম্বর
(ক) বাংলা ২০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০

(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে)

(চ) সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০
সর্বমোট = ১১০০

(২) প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের জন্য :
বিষয় নম্বর বণ্টন
(ক) বাংলা ১০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে)

(চ) সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় ২০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০
সর্বমোট = ১১০০

বি. দ্র. : যে সকল প্রার্থী সাধারণ ও প্রফেশনাল/টেকনিক্যাল উভয় ক্যাডারের পদের জন্য পছন্দ দিতে ইচ্ছুক তাদেরকে সাধারণ ক্যাডারের ৯০০ নম্বরের অতিরিক্ত ২। চ)“সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক” একক বিষয়ের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা দিতে হবে।

অনেকেই বলেছেন, “স্যার, প্রিলির বুকলিস্ট তো পেলাম। প্রিলি না হয় কোনোভাবে পাশ করলাম, কিন্তু রিটেনের কী হবে?” আবার অনেকেই বলেছেন, “বিসিএস রিটেনের জন্য কী কী বই পড়বো, যদি এর একটা বুকলিস্ট দিতেন খুব ভালো হতো।”

এই লেখাটি মূলত তাদের জন্য। আমার সীমিত জ্ঞানের পরিসরে এই পোস্টে প্রথমে রিটেনের বুকলিস্ট এবং পরে যে বইগুলো বিসিএস রিটেন+ বিসিএস প্রিলিতে অর্থাৎ উভয় ক্ষেত্রে কাজে দিবে তার উল্লেখ করেছি।

আমি এখানে মূলত আমার কাছে যে বইগুলো ভালো মনে হয়েছে তা শেয়ার করলাম। আপনি চাইলে এই লিস্ট থেকে সংযোজন-বিয়োজন করতে পারেন।

১। বাংলা: প্রফেসর’স প্রকাশন + ৯ম-১০ম শ্রেণি বাংলা ব্যাকরণ+ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

২। English: প্রফেসর’স প্রকাশন+ Applied English Grammar and Composition by PC Das+ Saifur’s Writing & Translation

৩. সাধারণ গণিত ও মানসিক দক্ষতা: প্রফেসর’স প্রকাশন + ক্লাস ৪-১০ ম্যাথ (সৃজনশীল)+ Saifur’s Analogy

৪. সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি : ওরাকল+ ৮ম শ্রেণি সাধারণ বিজ্ঞান + ৯ম-১০ম শ্রেণি সাধারণ বিজ্ঞান+ একাদশ -দ্বাদশ শ্রেণি ICT

৫. বাংলাদেশ বিষয়াবলি: প্রফেসর’স প্রকাশন+ একাদশ-দ্বাদশ পৌরনীতি+ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ড. আবু মো: দেলোয়ার হোসেন

৬। আন্তর্জাতিক: প্রফেসর’স প্রকাশন+ আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি – শাহ মো: আবদুল হাই

৭। সাবজেক্ট রিলেটেড বিষয়ের পরীক্ষার জন্য (যারা দিতে ইচ্ছুক) ৯ম-১০ম শ্রেণি, একাদশ -দ্বাদশ শ্রেণির বই (নিজ বিষয় সম্পর্কিত) + অনার্সের মেজর কোর্সের বইগুলো বা হ্যান্ডনোটগুলো পড়তে পারেন।

এছাড়াও যা যা পড়বেন-

৮। অর্থনৈতিক সমীক্ষা আপডেটটা ও বাজেট (নীলক্ষেত পাবেন ১০০ টাকার মতো নিবে।) রেফারেন্স দেয়ার জন্য।

৯। গুরুত্বপূর্ণ সম্পাদকীয় কলাম। (চাইলে কাটিং বা নোট করে রাখতে পারেন)

১০। আলোচিত সাম্প্রতিক ইস্যু (আলোচিত ইস্যুগুলো ইন্টারনেটে ভালো করে পাওয়া যায় গুগলের সাহায্যে)

যে বইগুলো রিটেন ও প্রিলিতে কাজে দিবে।

১। ৯ম-১০ শ্রেণি বাংলা ব্যাকরণ+ শীকর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা/অগ্রদূত বাংলা

২। Applied English Grammar & Composition+ Saifur’s Analogy+ Saifur’s Vocabulary

৩। ৮ম, ৯ম-১০ শ্রেণির সাধারণ বিজ্ঞান

৪। একাদশ -দ্বাদশ শ্রেণির পৌরনীতি

৫। একাদশ -দ্বাদশ শ্রেণির ICT

৬। ৯-১০ শ্রেণি ভূগোল (বিজ্ঞান ও বাংলাদেশ বিষয়াবলিতে কাজে দিবে)

৭। BCS Preliminary Analysis (ইংরেজি, বাংলা, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত, মানসিক দক্ষতা, ICT-তে কাজে দিবে)

৮। অর্থনৈতিক সমীক্ষা (বাংলা রচনা, ইংরেজি Eassy, বাংলাদেশ বিষয়াবলিতে কাজে দিবে)

৯। আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি – শাহ মো: আবদুল হাই

১০। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস- ড. আবু মো: দেলোয়ার হোসেন

১১। প্রফেসর’স লিখিত গণিত ( প্রিলিতে গণিত ও মানসিক দক্ষতায় কাজে দিবে)

১২। ক্লাস ৪-১০ ম্যাথ (সৃজনশীল)

*মনে রাখবেন, “কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো গুছিয়ে পড়বেন।”

*আরেকটি কথা মনে রাখবেন, “একটি ভালো বই আর একটি ভালো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন।”

* ধন্যবাদ সবাইকে।

আরো পড়ুন বিসিএস নিয়ে সাম্যক ধারণা ও সিলেবাসঃ

সাথেই থাকুন।

©

গাজী মিজানুর রহমান

৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার,