এই বছরের ২২ সেপ্টেম্বর থেকে ইটিএস GRE পরিক্ষার একটি সংক্ষিপ্ত ভার্সন আনতে যাচ্ছে। নতুন এই ভার্সনে পরিক্ষার সময় প্রায় অর্ধেক কমিয়ে ১ ঘন্টা ৫৮ মিনিটে আনা হয়েছে। মূলত গত কয়েকবছরের টেস্ট টেকারদের দেওয়া রিভিউ এবং পরিক্ষার্থীদের ক্লান্তি (Fatigue) দূর করতে ইটিএস বর্তমানের প্রায় ৪ ঘন্টার পরিক্ষাকে কমিয়ে ২ ঘন্টার মধ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে।

কী কী  পরিবর্তন হচ্ছে?

নতুন এই সংক্ষিপ্ত ভার্সনে সময়ের পাশাপাশি প্রশ্নের সংখ্যা কমিয়ে প্রায় অর্ধেকে আনা হয়েছে। এখন থেকে পরিক্ষায় মোট ৪ টি ভার্বাল আর কোয়ান্টেটিভ রিজনিং সেকশন মিলিয়ে মোট ৫৪ টি প্রশ্ন থাকবে (যেটা বর্তমান পরিক্ষায় এক্সপেরিমেন্টাল সেকশনসহ ৫ টা সেকশন মিলিয়ে মোট ১০০ টা)।

নতুন এই ভার্সনে কোন এক্সপেরিমেন্টাল সেকশন থাকছে না। এছাড়াও Analytical Writing Analysis সেকশনে Analyze an Argument টাস্কটি থাকছে না। কেবলমাত্র Analyze an Issue টাস্কটি থাকছে। নতুন এই ফর্মেটে Verbal Reasoning এ দুইটা সেকশন মিলিয়ে মোট ২৭ টি প্রশ্ন থাকবে। সময় বরাদ্দ থাকবে দুইটা সেকশন মিলিয়ে মোট ৪১ মিনিট। আর Quantitative Reasoning এ দুইটা সেকশন মিলিয়েও মোট ২৭ টি প্রশ্ন থাকবে। এক্ষেত্রে দুই সেকশন মিলিয়ে সময় পাওয়া যাবে মোট ৪৭ মিনিট।

এক নজরে নতুন এই ভার্সনের ফর্মেট নিম্মরুপ:
Analytical Writing Analysis : 30 minutes.
Verbal Reasoning (2 Sections) : 41 minutes
Quantitative Reasoning (2 sections): 47 minutes
Total: 1 hour 58 minutes

বর্তমান ভার্সনের মতো নতুন এই ভার্সনটি সেকশন এডাপ্টিভ হবে৷ অর্থাৎ প্রথম সেকশনের পারফরম্যান্স পরের সেকশনের ডিফিকল্টি লেভেল নির্ধারণ করবে। এছাড়া নতুন এই সংক্ষিপ্ত ভার্সনে আর ১০ মিনিট রিরতি থাকছে না। এছাড়াও প্রশ্নের মান, ডিফিকল্টি লেভেল এবং স্কোরিং প্যাটার্ন একই (১৩০-১৭০ এবং ৬.০) থাকছে।

যথারীতি ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না। তবে কোন সেকশনে কয়টা প্রশ্ন থাকবে সেটা ইটিএস জুনের শেষ নাগাদ জানাবে বলেছে।

Comparison 

ইটিএস ইতিমধ্যে আমেরিকান ভার্সিটিগুলাকে তাদের এই নতুন ভার্সন সম্পর্কে জানিয়েছে এবং তারা যাতে বর্তমান এবং সংক্ষিপ্ত ভার্সনের স্কোরকে একইভাবে ইন্টারপ্রেট করে সেটা নিশ্চিত করেছে৷ এছাড়াও নতুন এই ভার্সনের রেজিষ্ট্রেশন ফি একই থাকছে (২২০ ডলার)। এক্সাম রিশিডিউল করতে চাইলেও গুনতে হবে এখনের মতো ৫০ ডলার।

সব মিলিয়ে আশা করা যাচ্ছে GRE এর নতুন এই ভার্সন পরিক্ষার্থীদের Test Taking Experience কে Enhance করবে এবং যাদের পরিক্ষায় দীর্ঘ সময় মনযোগ ধরে রাখতে সমস্যা হয় তাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে৷
ধন্যবাদ৷

লেখকঃ রানা দে

 

রিসার্চ এবং পেপার রাইটিং নিয়ে অনুশীলন একাডেমি এবং JBRATRC আয়োজন করেছে মাস্টার কোর্স। এনরোল করতে এই লিংকে ভিজিট করুন।