মইক-ইইই
২০০৮ সালে ৬০ জন শিক্ষার্থী নিয়ে মইকের ইইই যাত্রা শুরু করে।২০১৯-২০ শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে তারা ১২ তম ব্যাচ হিসেবে পদার্পণ করবে,যা অনেক নতুন বিশ্ববিদ্যালয়েও সম্ভব না।মইকের ইইই শুধু ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের-ই না পুরো প্রযুক্তি ইউনিটের সকল ইঞ্জিনিয়ারি কলেজের সকল ডিপার্টমেন্ট অপেক্ষা প্রবীণ ডিপার্টমন্ট।১২তম ব্যাচ হিসেবে যা যা সুযোগ মইকের ইইই ডিপার্টমেন্ট দিতে সক্ষম তা অন্য কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না।আর ইইই’র জব সেক্টর সম্পর্কে সবাই অবগত।
তাই যারা এই ডিপার্টমেন্টর একজন গর্বিত সদস্য হতে চাও তারা আবেদন করে ফেলো এখনি,কারণ আবেদনের আর মাত্র ৪ দিন বাকি! আবেদনের শেষ সময় ৫ নভেম্বর,২০১৯।এরপর চাইলেও আর এই ডিপার্টমেন্টে কোনোদিন ভর্তি হওয়া যাবে না কারণ সেকেন্ড টাইম নেই।
২০০ মার্কের ভর্তি পরীক্ষায় ১৫০+ পেলে মইকের ইইই পাওয়া যেতে পারে তবে ১৫৫+ সেইফ জোন।তবে এটা প্রশ্নের ধরণের ওপর নির্ভর করে।
ইইই ডিপার্টমেন্টে বর্তমানে ৭ জন শিক্ষক রয়েছেন।
১। এস.এম. আনোয়ারুল হক
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (EEE) (MIST)
২।মো.সালাহ উদ্দিন
প্রভাষক
বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (EEE) (PUST)
৩। মো.মেহেদী হাসান
প্রভাষক
বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (EEE) (RUET)
৪।শ্রাবন্তী দত্ত(Study Abroad)
প্রভাষক
বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (EEE) (RUET)
৫।আব্দুল ওয়াহেদ
প্রভাষক
বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (EEE) (DUET)
৬।আয়েশা সিদ্দিকা
প্রভাষক
বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (EEE) (MEC)
৭।মো.খালিদ সাইফুল্লাহ
প্রভাষক
বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (EEE) (MEC)
এছাড়া আরো শিক্ষক নিয়োগ চলমান রয়েছে।
ল্যাব সুবিধাঃ
Electronics Lab
Electrical Circuit Lab
Electrical Machine Lab
Power System & High Voltage Lab
Digital Signal Processing Lab
Structural Machine Lab
এ পর্যন্ত ৬ টি ব্যাচ বের হয়েছে ইইই বিভাগ থেকে এবং কিছুদিনেই ৭ম ব্যাচ বের হবে।তাই এখানে ভর্তি হতে পারলে বলা যায় সবকিছু সাজানো-গোছানোই পাওয়া যাবে। আর একটি নতুন ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাফল্য অনেক, এ সম্পর্ক আরেকদিন পোস্ট করবো।
আবেদনের ঠিকানাঃ admission.eis.du.ac.bd
আবেদনের শেষ সময়ঃ ৫ নভেম্বর,২০১৯
ব্যাংকে টাকা জমা দেয়ার শেষ সময়ঃ ৬ নভেম্বর দুপুর দুইটা পর্যন্ত
প্রবেশপত্র ডাউনলোডের সময়ঃ ১৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর সকাল ৯ টা পর্যন্ত
ভর্তি পরীক্ষাঃ২৯ নভেম্বর,শুক্রবার সকাল ১০ টা
মিলন হোসেন
ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলে