আর্কিটেকচার রুয়েটের নতুন ডিপার্টমেন্ট, যার যাত্রা শুরু হয় মাত্র পাঁচ বছর আগে।
তবে নতুন বলে ছোট করে দেখার কিছু নেই।

৩০ জন students নিয়ে শুরু হলেও এখন 5 টা ব্যাচ running. তোমরা সিনিয়র হিসেবে ১৪০ জন পাবা।
আসলে Department না বলে একটা family বলা চলে। 😊অভিভাবকের মত বিভাগীয় প্রধান ছাড়াও অভিজ্ঞ ৮ জন teachers বর্তমানে department কে guide করছে। তা ছাড়া ভাই-ব্রাদার, বোন সিসটার রা তো আছেই। সব চেয়ে মজার ব্যাপার সবাই সবাইকে চিনে এবং এত্তো আন্তরিক যা ভাবা যায় না।

ভাই, বোন, সার, ম্যাম সবার হেল্প এবং আন্তরিকতা সত্যি ভাল লাগার মত।student দের যে কোনো প্রয়োজনে তাদের ভুমিকা অতুলনীয়।

রুয়েটের আর্কিটেকচার বিল্ডিংটা শুধু রুয়েট নয়, রাজশাহীর সৌন্দর্যময় একটি বিল্ডিং। ( যেখানে ইচ্ছা মতো সবাই ফটোগ্রাফি করতে আসে) :-p

senior-junior এর একটা মজার বন্ধন এই department এ চোখে পড়ে।😎সাহায্যের হাতটা সবসময় খোলা থাকে,রাত-দিন, যখনই কোনো দরকার হয়, senior দের কাজ দেখে inspiration পেতে তুমি বাধ্য ।

রুয়েটের একটি বিশাল গেট আছে, যার সৌন্দর্য যে কোন ভার্সিটির গেটকে হার মানায়। কিন্তু সেটির ডিজাইন কে করেছে জানো? architecture এর প্রথম batch ১৩ এর ডিজাইন দিয়েই বানানো✌ সো ক্রিয়েটিভিটি দেখানোর অসংখ্য সুযোগ থাকছে এখানে….

♦Life style of architecture student

ARCHITECTURE শুধু তার জন্য যে নিজের মন থেকে যে architecture পড়তে চাইবে। রুয়েটের rules মেনে architecture students পড়াশোনা করলেও নিজের creativity দেখানোর একটা platform বানায় দিতে পারে এই একমাত্র department..

দীর্ঘ ৫ বছরের কোর্সে স্টুডিও, প্রজেক্ট,জুরি,সাবমিশন -এই word গুলো তোমাকে ঘিরে রাখবে।
পেইন, ডিপ্রেশন, ভাল্লাগেনা এগুলা আন-অফিশিয়াল word গুলোর পাশাপাশি আনন্দ, সাবমিশনের মজা, টূর এগুলা বড়ই মজার….

আমাদের স্টুডিও যে কারোর ঈর্ষার বস্তু☺☺☺ এখানে চলে প্রজেক্টের কাজ, একইসাথে চলে আড্ডা, গান যেটার মজা অন্য কোন ডিপার্টমেন্ট বুঝবে না 😁🎶

সারারাত জেগে জেগে প্রজেক্ট করে সেটা যখন সাবমিশন হয়,, তখন যে শান্তিটা পাওয়া যায়, তা অন্য department এ গেলে পাবা না।😃

জুরি, একটি ভয়ঙ্কর জিনিস। যার সাথে পরিচয় হবে এই ডিপার্টমেন্টে। যখন জুরি হয় তখন senior -junior দের একসাথে কাজ করার যে ব্যস্ততা শুরু হয় তা কোনো উৎসবের থেকে কম না।✌✌☺☺☺☺☺ এগুলাই architecture এ পড়ার মজা।

বাংলাদেশে, জানামতে,কেবল বুয়েট আর রুয়েটেই department বিল্ডিং কম্প্লিট অাছে। বাকি গুলা আন্ডার কন্সট্রাকশন। এরকম সুবিধা কমই পাওয়া যায়।
রুয়েটে festival, tour -এগুলা architecture এর অংশ। পহেলা বৈশাখে রুয়েটের রূপ পরিবর্তনে অার্কি department এর ভূমিকা অতুলনীয়। সামনেই ২১ ফেব্রুয়ারি তে আবারও তার প্রমান দিব আমরাই।
যেখানে সব ডিপার্টমেন্ট এর মিলনমেলা তৈরি হবে….

♦TOUR
এইবার tour এর দিকে আসা যাক।প্রত্যেক বছরই department থেকে tour হয়। তাছাড়া নিজেরাও দল বেধে ঘুরে অাসতে পারবে project অথবা নিজেদের recreationএর জন্য। CZ, একটি প্রজেক্ট সাবমিশনের পর এত্ত মজা পাবে যে ঘুরতে যেতে মন চাইবে।

JOB FIELD :
B.Arch কমপ্লিট করে private architectural farm, developers company job,government non-cader job,even freelancing করারও সুযোগ আছে। বাইরে ph.d করার সুযোগও আছে..

এছাড়া কারোর ইচ্ছা থাকলে স্থাপত্যের পাশাপাশি photography, film making, interior design এসবের দিকেও ঝুকতে পার।

অনেকের জব ফিল্ড নিয়ে উল্টা পাল্টা ধারনা থাকে। তাই লিস্ট আকারে দেওয়া হল:

ARCHITECTURAL CRITIC
ACADEMICIAN
HERITAGE PLANNER
INDUSTRIAL DESIGNER
LANDSCAPE ARCHITECT
INTERIOR DESIGNER
BUILDING ENVELOPE SCIENTISTS
MUSEUM CURATOR

MUNICIPAL ARCHITECT
GRAPHIC DESIGNER
PUBLISHER
RESEARCHER
PHOTOGRAPHER
CARTOGRAPHER CONSERVATOR
PRINTMAKER
URBAN PLANER
PRODUCER

DEVELOPER
STRUCTURAL DESIGNER
BUILD TEAM MANAGER
REAL ESTATE PROJECT MANAGE
CORPORATE DESIGNER
FASHION DESIGNER

ENVIRONMENTAL PLANNER
SET DESIGNER
FILM MAKER
FURNITURE DESIGNER

আরও লিখবো?? না থাক। সবার হিংসে হবে। :-p

just need your passion for architecture 🙂 !!!

তবে বলে রাখি,হতাশা স্থাপত্য শিক্ষার একটি অঙ্গ বলা চলে।হতাশার মাঝেও অাবার শুরু করতে হয় নতুন ভাবে নিত্যদিনের জন্য।
সবশেষে,
পরিশ্রম+কষ্ট+ধৈর্য+ব্যর্থতা+সফলতা+আনন্দ= আর্কিটেকচার।।😍

রুয়েট তোমাকে একজন সফল আর্কিটেক্ট হবার সব রকম সহযোগিতা দেবে 🙌। আমরা একটুও বাড়িয়ে বললাম না।😊

অবশেষে??
আর কি শুনবা??
বাকিটা না হয় কমেন্টবক্সে হোক :-p

welcome to RUET ARCHITECTURE FAMILY

Najmus Sakib Pranto
Department of Architecture
১৭ সিরিজ, রুয়েট

RUET all Review 

Architecture Review